স্পোর্টস ডেস্কঃ জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে বাংলা টাইগার্সের স্কোয়াড দিয়েছে বিসিবি। সেই দলে আছেন মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকদের মতো ক্রিকেটাররা। এই দলটিকে নিয়ে সিলেট ও চট্টগ্রামের একাধিক ভেন্যুতেও ক্যাম্প পরিচালনা করা হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজও জায়গা পেয়েছেন এই ক্যাম্পে। মূলত ফাঁকা সময়ে ক্রিকেটারদের স্কিল ও মানসিক উন্নতি নিয়েই পরিচালিত হয় বাংলাদেশ টাইগার্সের কার্যক্রম। এবারের ক্যাম্পে অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি তরুণ প্রতিভাবান ক্রিকেটাররাও সুযোগ পেয়েছেন। আছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ভালো করা বাঁহাতি পেসার আবু হায়দার রনি, কিপার ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন।
বাংলাদেশ টাইগার্স স্কোয়াড- সাদমান ইসলাম, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, পারভেজ হোসেন ইমন, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মুমিনুল হক, শাহদাত হোসেন দিপু, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মুশফিক হাসান, নাহিদ রানা, রেজাউর রহমান রাজা এবং আবু হায়দার রনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post