নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ার বাংলাদেশের মাটি থেকে শুরু করেছিলেন শন উইলিয়ামস। অভিজ্ঞ এই অলরাউন্ডার সেই বাংলাদেশের মাটি থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলে দিলেন। এই ফরম্যাট থেকে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেই ড্রেসিং রুমের সামনে সতীর্থদেরকে নিজের অবসরের কথা জানিয়েছেন উইলিয়ামস। যদিও শুধুমাত্র টি-টোয়েন্টি ফরম্যাটেই অবসর নিয়েছেন এই অলরাউন্ডার। বাকি দুই ফরম্যাট অর্থাৎ, টেস্ট আর ওয়ানডে ক্রিকেট চালিয়ে যাবেন।
২০০৬ সালের নভেম্বরে এই বাংলাদেশের মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে খুলনায় নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন উইলিয়ামস। ১৮ বছর পর এই বাংলাদেশ থেকেই বিদায় বললেন ৩৭ বছর বয়সী তারকা।
ক্যারিয়ারে সব মিলিয়ে ৮১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন উইলিয়ামস। ১১ ফিফটি আর ১২৬.৩৮ স্ট্রাইক রেটে ১৬৯১ রান করেছেন ৮০ ইনিংসে ব্যাট করে। আর ৭৩ ইনিংসে বল শিকার করেছেন ৪৮ উইকেট। ইকোনোমি রেট ৬.৯৩।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post