নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের ক্রিকেটের বড় নাম তামিম ইকবাল। ক্রীড়াঙ্গেণের কেউ বিপদে পড়লে, অভাব-অনটনে পড়লে সবার আগে ছুটে যান তামিম ইকবাল। ছোট-বড় কারো কিছু লাগবে, তামিমকে জানালেই হলো। এজন্যই বাংলার ক্রিকেটে তামিম ইকবালকে বলা হয় কলিজাওয়ালা খান। সবার বিপদের তামিম ইকবাল আছেন জীবন মৃত্যুর লড়াইয়ে।
প্রিয় বাইশ গজে অসুস্থ হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। পরপর দু’বার হার্ট অ্যাটাক করেছেন তামিম। পরিস্থিতি এতোটা সংকটাপন্ন ছিলো হেলিকপ্টারে করেও নেওয়া যায়নি ঢাকার হাসপাতালে। তামিমের এই কঠীন সময়ে প্রার্থনা চলছে দুনিয়া জুড়ে। দেশের ক্রিকেটার, সংগঠক থেকে শুরু করে প্রধান উপদেষ্টা সবাই প্রার্থনা করছেন তামিমের দ্রুত ফিরে আসায়।
দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও প্রার্থনা আছে ড্যাশিং ওপেনারের জন্য। শ্রীলঙ্কার সাবেক তারকা লাসিথ মালিঙ্গার বিশ্বাস ক্রিকেট মাঠের মতোই জীবনের লড়াইও ফাইট করবেন তামিম। ফিরে আসবেন দ্রুত। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে মালিঙ্গা লিখেন, মাঠের ক্রিকেটে যেভাবে ফাইট করেছেন, টিক একই ভাবে আরেকবার ফাইট করে ফিরে আসবেন।
বাদ যায়নি ওপার বাংলার ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা লিখেছে, Get well soon, Tamim Iqbal পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।
তামিমের দীর্ঘ দিনের সতীর্থ মাশরাফি বিন মোর্ত্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেইজে তিনি লিখেছেন, মহান আল্লাহ তোর সহায় হোন, তামিম। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় সবার মাঝে ইনশাআল্লাহ।’ ব্যক্তিগত একাউন্ট থেকে মাশরাফী লিখেন, ‘তোর কাছে যাইতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ।’
তাসকিন আহমদ তার ফেসুবকে লিখেছেন, ঢাকা বিকেএসপি তে তামিম ইকবাল ভাই গুরুতর অসুস্থ হয়ে পরে তার অবস্থা আরো খারাপ। সে এখন লাইফ সাপোর্টে আছে। এই কঠিন সময়ে তাকে দোয়া করবেন। আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন’
শরিফুল, মিরাজ, তানজীদ তামিম থেকে শুরু করে আতাহার আলী খান, বাংলার ক্রীড়াঙ্গনের সবা্ই তামিমের সুস্থতা প্রার্থান করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দোয়া চেয়েছেন তামিমের জন্য।
সকালে পরপর দু’বার হার্ট অ্যাটাকের পর তামিম ইকবালের হার্টে রিং পরানো হয়েছে। অবস্থা কিছুটা উন্নতির দিকে আছে। তাকে সাভারের একটি হাসপাতালের সিসিইউতে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকেরা।
বিকেএসপিতে আজ সকালে মোহামেডান ও শাইনপুকুরের ম্যাচ ছিলো। সেই ম্যাচের টসেও অংশ নেন তামিম ইকবাল। এরপর ফিল্ডিংয়ে নামার আগে বুকে ব্যাথা অনুভব হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। জানা যায়, তার হার্ট অ্যাটাক হয়েছে।
সাভার থেকে হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশের সাবেক এই ওপেনারকে ঢাকায় আনার চেষ্টা করা হয়। কিন্তুু এসময় দ্বিতীয়বার ম্যাসিভ হার্ট অ্যাটাক হওয়ায় হেলিকপ্টারে করে ঢাকায় আনার মতো পরিস্থিতি ছিলো না। ফলে সাভারের হাসপাতালেই তার হার্টে রিং পরানো হয়। বর্তমানে তিনি সিসিইউতে আছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন, তামিমের দুবার হার্ট অ্যাটাক হয়েছিল। এখন পরিস্থিতি উন্নতির দিকে। মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমরা তাঁর জ্ঞান ফেরার অপেক্ষায় আছি। একটু স্থিতিশীল অবস্থা হলে পরবর্তী চিন্তা করব।’
হাসপাতালে উপস্থিত হয়েছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড়[ ভাই নাফীস ইকবালসহগ পরিবারের অন্যান্য সদস্যরা। অসুস্থ তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস হাসপাতালে গেছেন বিসিবি সভাপিত ফারুক আহমদও।
তামিমের অসুস্থায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভা। বোর্ড পরিচালকদের সভাটি আজকে অনুষ্টিত হওয়ার কথা ছিলো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০