স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানো হয়েছে। বাংলাদেশের পরিবর্তে আসর হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রা সংস্থা আইসিসি।
আইসিসি জানিয়েছে, আরব আমিরাতে হলেও বাংলাদেশই থাকবে আনুষ্ঠানিক আয়োজক। খেলা হবে দুবাই ও শারজার দুটি ভেন্যুতে। আগের মতোই সূচিতে ৩ থেকে ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। জানা গেছে, গতকাল আইসিসির ভার্চুয়াল একটি বোর্ড সভায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়।
বাংলাদেশে না হলে স্বাগতিক হওয়ার লড়াইয়ে আমিরাতের প্রতিদ্বন্দ্বী ছিল জিম্বাবুয়ে। দুই দেশই আসরটি আয়োজনের আগ্রহের কথা জানিয়েছিল আইসিসিকে। সম্ভাবনায় কিছুটা এগিয়ে ছিল আমিরাতই। এদিকে এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি আমিরাত। তবে নিজেদের মাঠে তারা আয়োজন করতে চলেছে আরেকটি বৈশ্বিক আসর। এর আগে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
এদিকে গত মাস থেকে বাংলাদেশে শিক্ষার্থীদের দাবি না মানায় বৈষম্যবিরোধী আন্দোলন একপর্যায়ে সরকার পতনের এক দফায় পরিণত হয়। যার ফলস্বরূপ শেখ হাসিনা সরকারের পতন এবং এরপর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। তবে নিরাপত্তা নিয়ে সংশয় এখনই কাটছে না। এমন পরিস্থিতিতে শঙ্কা প্রকাশ করে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন করা যথার্থ হবে না বলে আলোচনা হয়েছে আইসিসির সভায়। আর চূড়ান্ত ঘোষণা আজ জানিয়ে দিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়াসহ বেশ কয়েকটি দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকায় এটি সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০