স্পোর্টস ডেস্কঃ জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। আসন্ন এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি বুধবার প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৬ জুলাই। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে খুলনা এবং রাজশাহীতে।
আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ খেলছে বাংলাদেশ। চলতি মাসেই পাকিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ ছিল স্বাগতিকদের। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিনটি যুব ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল পাকিস্তানের যুবারা।
সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ জুলাই। এরপর ৯ এবং ১১ জুলাই পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর রাজশাহীতে যাবে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার যুব দল। শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১৪ ও ১৭ জুলাই। ১৮ জুলাই দেশ ছাড়বে প্রোটিয়ারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post