স্পোর্টস ডেস্কঃ সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল বাংলাদেশ। ভুটানকে গুঁড়িয়ে দিয়েছে আজ নিয়মরক্ষার ম্যাচে। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে।
এদিকে ম্যাচ শেষে বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু জানান, দলকে উজ্জীবিত করাই মূল কাজ। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই মেয়েদের বয়স যত বাড়বে, ততই ওরা বিষয়গুলো (কৌশলগত) বুঝে উঠবে। ছোট ছোট পাসে কিভাবে খেলতে হয়? যদি বল বাড়ালে হারিয়ে ফেলি- ওদের মনে এখনও এই ভয়টা আছে। আমার মনে হয়, ভুটান আমাদের খেলার জন্য যতটা জায়গা দিয়েছে, ভারত অতটা দিবে না। সেক্ষেত্রে আরও কুইক পাসিং খেলতে হবে; প্রয়োজনে লম্বা পাস দিতে হবে। আমরা বিল্ড-আপ গেম খেলতে পারব কিনা জানি না; কেননা, ভারত ভালো প্রেস করে খেলে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post