Home ক্রিকেট দেশের ক্রিকেট বাংলাদেশ দলের সহকারী কোচ হতে চান না সালাউদ্দিন

বাংলাদেশ দলের সহকারী কোচ হতে চান না সালাউদ্দিন

0

নিজস্ব প্রতিবেদকঃ দিন কয়েক আগেই বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। হাথুরুসিংহেকে আবারও প্রধান কোচ করার দিনে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ভিন্ন এক তথ্য।

চন্ডিকা হাথুরুসিংহের সাথে নতুন সহকারী কোচও নিয়োগ দেওয়া হচ্ছে। যিনি কিনা অনেক সিরিজে প্রধান কোচের দায়িত্বেও থাকবেন। উপমহাদেশ থেকে পাঁচ জন সহকারী কোচের একটি শর্ট লিস্ট আছে। তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেলের জন্য আলোচনায় সালাউদ্দিন। আর তাই তাঁর কাছ থেকেই জানতে চাওয়া হয়েছিল, হাথুরুর অধীনে জাতীয় দলের সহকারী কোচ হতে আগ্রহী কিনা। তবে সাকিব-তামিমদের প্রিয় গুরু জানালেন, তিনি আগ্রহী না। এর কারণও ব্যাখ্যা করেছেন। একইসাথে এটিও জানিয়েছেন যে, বিসিবিরই কাউকে যেন সহকারী কোচ হিসেবে নেওয়া হয়।

সালাউদ্দিন বলেন, ‘আসলে আমি ডেভলপমেন্টের ছেলেদেরকে চিনি না, এইচপির ছেলেদেরও চিনি না। এমন একটা জায়গায় কাজ করতে হলে, সব জ্ঞান থাকা লাগবে আমার। সেই জায়গা সম্পর্কে আইডিয়া থাকতে হবে। হাথুরুসিংহের মানসিকতা কেমন, সেটা আমি জানি না। কোচ কেমন, সেটাও জানি না আমি। যার সঙ্গে কাজ করব, তাকে আমার একটু জানা দরকার।’

সালাউদ্দিন আরও বলেন, ‘আমার এখন যে বয়স, নিজে থেকে মানিয়ে নেওয়ার মানসিকতা আমারও আছে কিনা জানি না। সবশেষ ৫-১০ বছর আমি নিজেই প্রধান কোচ হিসেবে কাজ করছি। এখন সহকারী কোচের ভূমিকায় পারব কিনা, সেই সক্ষমতা আছে কিনা সেটাও দেখতে হবে। কেননা সহকারী কোচের কাজ বেশি। আমার মনে হয় যারা বোর্ডে আছে, তাদের দিলে সেরা ফলাফল পাওয়া যাবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version