স্পোর্টস ডেস্কঃ আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য বাছাইপর্ব শুরু হতে যাচ্ছে বাংলাদেশের। চলতি মাসের ১২ এবং ১৭ তারিখ বাছাইপর্বের প্রাথমিক রাউন্ডে মালদ্বীপের বিপক্ষে হোম এবং অ্যাওয়ে ম্যাচে মুখোমুখি হবে হাভিয়ের কাবরেরার দল। তবে সেই দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না দলের একাধিক তারকাকে।
প্রথম ধাপে ১৫ জনকে বাংলাদেশ কোচ ডেকেছিলেন ক্যাম্পে। ২ অক্টোবর এএফসি কাপের ম্যাচ থাকায় তখন ডাকা হয়নি বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের। অবশেষে আজ বাকি খেলোয়াড়দের ক্যাম্পে ডেকেছেন কাবরেরা। তবে সেখানে নাম নেই আনিসুর রহমান জিকো, শেখ মোরসালিন, তপু বর্মন, তৌহিদুল আলম সবুজ ও রিমন হোসেনের।
জানা যায়, এএফসি কাপের প্রথম ম্যাচ খেলতে মালদ্বীপ গিয়ে শৃঙ্খলা বহির্ভূত কাজে জড়িয়েছিলেন তারা। তবে এবার জানা গেছে ভয়াবহ কাণ্ড ঘটিয়েছেন তারা। এএফসি কাপের ম্যাচ শেষে মালদ্বীপ থেকে ফেরার পথে ব্যাগে করে মদ নিয়ে আনছিলেন অভিযুক্ত পাঁচ ফুটবলার। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম কর্মকর্তারা তাদের কাছে ৬৪ বোতল মদ পান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে শাস্তি পেলেন অভিযুক্ত ৫ ফুটবলাররা। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেছেন, ‘ওই খেলোয়াড়দের জাতীয় দলের জন্য বিবেচনা করা কঠিন। কারণ, আমি মনে করি শৃঙ্খলাজনিত শাস্তি সবার জন্যই হওয়া উচিত। আমার যেটা মনে হয়, কোচ সম্ভবত তাদের জাতীয় দলে নেবে না। যখন একটা ক্লাব শৃঙ্খলাজনিত ব্যবস্থা নেয়, বাফুফেকে একটা চিঠি দিয়ে ফেলে, তখন আমার মনে হয় না তারা জাতীয় দলের জন্য বিবেচনায় আসবে।’
মালদ্বীপ ম্যাচের দলে আছেন বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, সাদ উদ্দিন, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), রাকিব হোসেন ও মতিন মিয়া। এ ছাড়া ডাক পেয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ, স্ট্রাইকার আমিনুর রহমান সজীব, ফর্টিস এএফসি মিডফিল্ডার মজিবর রহমান জনি, ফরোয়ার্ড রফিকুল ইসলাম ও শেখ রাসেলের ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম। আগামী ১০ অক্টোবর বাংলাদেশ দলের মালে যাওয়ার কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post