স্পোর্টস ডেস্কঃ গোয়াহাটিতে প্রস্তুতি শেষে বাংলাদেশ পাড়ি জমিয়েছে হিমাচল প্রদেশে। মঙ্গলবার পুরো দল আসাম থেকে ধর্মশালা পৌঁছেছে। তবে দলের অন্য সবার সঙ্গে সেখানে যাননি অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের অধিনায়কদের ফটোসেশন আর শুটিংয়ে যোগ দিতে তিনি গেছেন আহমেদাবাদে।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়বে টিম টাইগার্স। এ ছাড়া আগামী ১০ অক্টোবর একই মাঠে ইংল্যান্ডের মুখোমুখি হবে সাকিবের দল। এর আগে গোয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও হেরেছে ইংল্যান্ডের কাছে।
এদিকে বাংলাদেশ অধিনায়ক ছাড়াও আহমেদাবাদে থাকবেন অংশগ্রহণকারী দলগুলোর সব অধিনায়করা। এই অনুষ্ঠান শেষে আগামীকালই ধর্মশালায় দলের সঙ্গে যোগ দেবেন টাইগার অধিনায়ক। ভারতের সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১০ অধিনায়ককে পরিচয় করিয়ে দেওয়া হবে। থাকবে লেজার শো। এর বাইরে বিস্তারিত আয়োজনের পথে হাঁটবে না বিসিসিআই। অর্থাৎ বাতিল করা হতে পারে উদ্বোধনী অনুষ্ঠান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post