নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাসান তিলকারত্নেকে। শ্রীলঙ্কার এই ব্যাটিং গ্রেটকে নারী দলের কোচের পদে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নারী উইংইয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন হাসান। আগামী নভেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী দল। জানা গেছে কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে কাজ শুরু করবেন তিনি। এবারের নারী এশিয়া কাপে লঙ্কান নারী দলের কোচ ছিলেন শ্রীলঙ্কার এই সাবেক ক্রিকেটার। তাঁর কোচিংয়ে নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল লঙ্কানরা। এবার তিনি দায়িত্ব নিচ্ছেন নিগার সুলতানা-জাহানারা আলমদের।
এর আগে ভারতীয় কোচ অঞ্জু জৈন নারী দলের দায়িত্বে ছিলেন। ২০২০ সালের মার্চে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় এই সাবেক ক্রিকেটার সামলেছেন দায়িত্ব। বাকি কোচিং স্টাফরাও ছিলেন ভারতীয়। তার পর লম্বা সময় ধরে চেষ্টা করেও বিদেশি কোচ নিয়োগ দিতে পারেনি বিসিবি। স্থানীয় কোচ মাহমুদ ইমনের অধীনে কাজ চালিয়ে নেয়া হচ্ছিল। তবে ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে এবার বিদেশি কোচ নিয়োগ দেয়া হলো।
নতুন নিয়োগ পাওয়া হাসান ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী ক্রিকেটার। শ্রীলঙ্কার হয়ে তিনি ৮৩ টেস্ট খেলেছেন। সাদা পোশাকের ক্রিকেটের প্রায় ৪৩ গড়ে ৪৫৪৫ রান করেছেন তিনি। ২০০ ওয়ানডে খেলে ২৯.৬০ গড়ে ৩৭৮৯ রান করেছেন হাসান। ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটির মালিক সাদা বলে। আর লাল বলে করেছেন ১১টি সেঞ্চুরি ও ২০টি ফিফটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০