বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ দিয়ে ফিরবেন আফ্রিদি!

0
51

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপ শুরুর আগে বড় দুঃসংবাদ দেখা দিয়েছে পাকিস্তান শিবিরে। আসর থেকে ছিটকে গেছেন দলের তারকা পেসার শাহীন আফ্রিদি। হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপের এবারের আসরে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। শুধুমাত্র এশিয়া কাপই নয়, সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজেও খেলতে পারবেন না তিনি।

যদিও খেলতে না পারলে, এশিয়া কাপে দলের সাথেই থাকবেন আফ্রিদি। এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাতে হবে। আর সেখানেই হবে আফ্রিদির পুনর্বাসন প্রক্রিয়া। দুবাইয়ে উন্নত চিকিৎসা ও সুযোগ-সুবিধা ভালো থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দুবাইয়ে অর্থোপেডিক বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করা হবে, নেওয়া হবে পরামর্শ। তবে তিনি দলের ফিজিও এবং চিকিৎসকের তত্ত্বাবধানেই থাকবেন। উন্নত সুবিধায় সঠিক পরিচর্যা করা হবে সময়ের অন্যতম সেরা এই পেসার।

মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিট আফ্রিদিকে পেতে মরিয়া পাক শিবির। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে দলের ট্রাম্পকার্ড আফ্রিদি। যার ফলে পাকিস্তান দল গুরুত্ব দিচ্ছে সেখানে।

অবশ্য এর আগে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের সাথে ত্রিদেশীয় সিরিজ দিয়েই আফ্রিদি ফিরতে পারেন। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে সিরিজ খেলবে পাকিস্তান। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ড ছাড়াও, বাবর আজমের দলের প্রতিপক্ষ হিসেবে আছে বাংলাদেশ। ধারণা করা হচ্ছে সেই সিরিজ দিয়েই আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন এই পেসার।

উল্লেখ্য, গেল জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করতে গিয়ে ডান হাঁটুর চোটে পড়েন আফ্রিদি। আর সেই চোট ভোগাচ্ছে এখনও। স্ক্যান করে লিগামেন্টে সমস্যা ধরে পড়ে এই বাঁহাতি পেসারের। লঙ্কানদের বিপক্ষ প্রথম টেস্টের পর থেকে আর মাঠে নামতে পারেননি। যার জন্য এশিয়া কাপে তার খেলা নিয়ে শঙ্কা ছিল। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি প্রমাণিত হয়। যা কিনা বড় ধাক্কা পাকিস্তান দলের জন্য।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here