বাংলাদেশ নয়, শ্রীলঙ্কাই আয়োজন করবে এশিয়া

0
10

স্পোর্টস ডেস্ক:: আগামি এশিয়া কাপ বাংলাদেশে আয়োজনের একটা সম্ভাবনা তৈরি হয়ে ছিলো। তবে শেষ পর্যন্ত বাংলাদেশে নয়, শ্রীলঙ্কাই আয়োজন করবে এশিয়া। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড এসএলসি সঙ্কটময় পরিস্থিতিতেও ক্রিকেট আয়োজন থেকে পিছু হটছে না।

রাজনৈতিক ও অর্থনেতিক সঙ্কটের মধ্যেই ক্রিকেট বিশ্বের প্রভাবশালী দেশ অস্ট্রেলিয়াকে নিয়ে ঘরের মাঠেই সিরিজ আয়োজন করছে লঙ্কানরা। টেস্ট, ওয়ানডে ও টি-২০ সব ফরম্যাটের ম্যাচই হচ্ছে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজে। হাই প্রোফাইল এই সিরিজ শেষেই এসএলসি দেশী-বিদেশী ক্রিকেটারদের নিয়ে আয়োজন করবে এলপিএল।

ইতিমধ্যে শ্রীলঙ্কা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগ এলপিএলের প্লেয়ার্স ড্রাফটও শেষ করেছে। ফলে দেশটি সঙ্কটের মধ্যে থাকলেও ক্রিকেটের গাঁয়ে তার ছোঁয়া লাগতে দিচ্ছেন না ক্রিকেট কর্তারা। এমন বৈরি পরিস্থিতেও আয়োজনে সাংগঠনিক দক্ষতার পরিচয় দিচ্চে এসএলসি। ফলে এশিয়া কাপের ভেন্যু সরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আগামি ২৭ আগস্ট শুরু হবে এশিয়া কাপ। শেষ হবে ১১ সেপ্টেম্বর। আয়োজক শ্রীলঙ্কা্

অস্ট্রেলিয়ার মতো দেশ সফর করছে, পাকিস্তান-ভারতের মতো দল যাবে এশিয়া কাপ খেলতে। যার কারণে বাংলাদেশ সফরে যেতেও সমস্যা দেখছে বিসিবি। ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী সুজন জানিয়েছেন, শ্রীলঙ্কা সফর নিয়ে তারা উদ্বিগ্ন নন। এশিয়া কাপ শ্রীলঙ্কাই আয়োজন করবে।

বিসিবির সিইও নাজম উদ্দীন চৌধুরী বলেন, ‘এশিয়া কাপের ঘোষণা এসিসি থেকে আসবে। এখন পর্যন্ত যা জানি শ্রীলঙ্কাই এশিয়া কাপ আয়োজন করবে। ইতিমধ্যে অস্ট্রেলিয়া জাতীয় দল শ্রীলঙ্কা সফর করছে। তাদের হোস্টিংয়ের হয়তরো কাটিয়ে উঠেছে। আমরা আশা করছি নির্ধারিত সময়েই এশিয়া কাপ আয়োজন হবে।’

বাংলাদেশ যাবে এশিয়া কাপে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের সাথে ভারত-পাকিস্তানের মতো হাই প্রোফাইল দলগুলোও যাবে। তাই আমাদের চেয়ে এসিসিই এটা নিয়ে ভাবছে বেশি। আশা করি বিষয়টা তারা সেভাবেই সামাল দেবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here