বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ

    0
    4

    স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলবে। আগামি টি-২০ বিশ্বকাপের আগে এই তিন দল লড়াই করবে ত্রিদেশীয় সিরিজের ট্রফিতে।

    প্রতিটি দল প্রত্যেকের বিপক্ষে দু’টি করে ম্যাচ খেলবে। সেরা দুই দল খেলবে ফাইনাল। পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা এই তথ্য নিশ্চিত করেছেন। সিরিজের সূচি তৈরি করে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড।

    মূলত অস্ট্রেলিয়া বিশ্বকাপের আগে প্রস্তুুতির অংশ হিসেবে এমন উদ্যোগ। যাতে করে টি-২০ বিশ্বকাপের আগে অজি কন্ডিশনের সঙ্গে কিছুটা খাপ খাইয়ে নেয় পাকিস্তানের ক্রিকেটাররা। পাকিস্তানের সাথে এতে লাভবান হবে বাংলাদেশ দলও। বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে পারবে, অস্ট্রেলিয়া কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবে। নিউজিল্যান্ডও পারবে শেষ মুহূর্তের প্রস্তুুতি সারতে।

    সেপ্টেম্বরে পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। ওই মাসের ১৫ তারিখে শুরু হবে সিরিজটি। সিরিজ শেষেই পিসিবি ত্রিদেশীয় সিরিজে আয়োজনে করতে চায় ইংল্যান্ডে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘ইংল্যান্ডের পাকিস্তান সফরের দিন-তারিখ নিশ্চিত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ নিক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেওয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমতো পরীক্ষা করে নিতে পারবে।’

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সিরিজটি খেলতে আগ্রহী। কিছু দিন আগেই ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস জানিয়েছেন, বিশ্বকাপের আগে পাকিস্তান, নিউজিল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে টাইগাররা। তিনি বলে ছিলেন, ‘আগামি ৬ ও৭ অক্টোবর আমরা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবো। সেটি খুব সম্ভবত ক্রাইস্টচার্চে হবে।অন্তত চারটি ম্যাচ হবে সেখানে।’

    বাংলাদেশ দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলন ক্যাম্পও করবে। স্থানীয়দের সঙ্গে খেলবে অনুশীলন ম্যাচও। জালাল ইউনুস বলেন, ‘আমরা যেটা করছি যে অ্যাডিলেইডে একটা ক্যাম্প করবো। সেখানে আমরা রেডব্যাকস দলের সঙ্গে অনুশীলন ম্যাচ করবো। অ্যাডিলেইডে ৭-৮ দিন অনুশীলন করে চলে যাবো নিউজিল্যান্ডে।’

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here