স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হতে আর বেশি দিন বাকী নেই। রাওয়াল পিন্ডিতে ২১ আগস্ট থেকে শুরু হবে টেস্ট সিরিজ। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট।
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড পাঁচজন অফিসিয়ালের নাম ঘোষণা করেছে। শ্রীলঙ্কা থেকে একজন, ইংল্যান্ড থেকে দু’জন, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান থেকে একজন করে সুযোগ পেয়েছেন এই সিরিজের ম্যাচ অফিসিয়ালদের তালিকায়।
দুই ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন আইসিসির এলিট প্যানেলের রেফারি শ্রীলঙ্কান রঞ্জন মাদুগলে। ২১ আগস্ট থেকে শুরু হওয়া প্রথম টেস্টে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ক্যাটেলবোরো ও দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব থাকবেন ইংল্যান্ডের মাইকেল গুহ। চতুর্থ আম্পায়ার স্বাগতিক পাকিস্তানের রশিদ রিয়াজ।
সিরিজের দ্বিতীয় টেস্টে অন ফিল্ড আম্পায়ারের দায়িত্ব থাকবেন মাইকেল গুহ ও আদ্রিয়ান হোল্ডস্টক। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্যাটেলবোরোকে। আর চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন পাকিস্তানের আসিফ ইয়াকুব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০