বাংলাদেশ প্রিমিয়ার লিগ, গোলে কিন্তুু বিদেশীরাই

0
26

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। অথচ এই লিগের গোলের রেকর্ডে বিদেশীদের জয়জয়কার চলছে। লিগে টপ স্কোরাররা বিদেশী খেলোয়াড়। ঘরোয়া ক্লাব গুলোতে বিদেশীদে স্ট্রাইকাদের আধিপত্য থাকায় গোলের রেকর্ড করে যাচ্ছেন বিদেশীরা।

ফুটবল বিপিএলের গোল দাতার শীর্ষে আছেন বিদেশী খেলোয়াড় সানডে। ১০ গোল নিয়ে সবার ওপরে আবাহনীর এই খেলোয়াড়। তার পরেই শেখ জামালের ওয়েডসন, ব্রাদার্সের কিংসলের ৯ গোল, বিজেএমসির ইলিয়াসুর করেছেন ৭ গোল। চট্টগ্রাম আবাহনীর লিওনেল ও ব্রাদার্সের ওয়ালসনের ৬। গোল ৫টি করে গোল আছে চট্টগ্রাম আবাহনীর জাহিদ ও মুক্তিযোদ্ধার তৌহিদুলের।

গোলের খাতায় জাতীয় দলের স্ট্রাইকার শাখাওয়াত রনি করেছেন দুটি গোল। এমিলি একটিও নয়। রুবেল মিয়া ৩, জাফর ৩ আবদুল্লাহ ২টি গোল করেছেন। জাতীয় দলের বাইরে থাকা ইব্রাহিম ৪টি।

ফুটবল বিপিএলে সবচেয়ে বেশি হতাশ করেছে শেখ রাসেল ক্রীড়াচক্র। প্রথম জয় পেতে দলটির অপেক্ষা ছিল নবম ম্যাচ পর্যন্ত। ঐতিহ্যবাহী মোহামেডান জয় নামের সোনার হরিণ ধরেছে দশম ম্যাচে এসে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here