বাংলাদেশ বিপদজনক- ব্রড

0
23

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশকে বিপদজনক দল হিসেবই বর্ণনা করলেন ইংলিশ ক্রিকেটার স্টুয়ার্ড ব্রড। বাংলাদেশের বিপক্ষে খেলা সহজ হবে না জানিয়ে এই ইংলিশ ক্রিকেটার বলেন, ঘরের মাঠে বাংলাদেশ ভালো খেলছে ধারাবাহিক ভাবে, তাদের মোকাবেলা কঠীন।

শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলনে, ‘বাংলাদেশ দলে বেশ কয়েকজন ব্রিলিয়ান্ট ক্রিকেটার রয়েছে। তাদের দুর্দান্ত রেকর্ডও রয়েছে। আমরা জানি আমাদের জন্য বড় সিরিজ অপেক্ষা করছে।’

টেস্ট সিরিজ শুরুর আগে বাংলাদেশের ব্যাটসম্যানদের দুর্বলতা বের করতে তাদের বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে নেবেন জানিয়ে ব্রড বলেন, ‘টেস্ট সিরিজ শুরু হতে আরও দেরি আছে। আমরা প্রস্তুতি ম্যাচ খেলে এবং বিশ্লেষণ করে তাদের দুর্বলতা খুঁজে বের করবো। সেই অনুসারেই তাদের বল করবো।’

টেস্ট জিততে প্রথম ইনিংসকে গুরুত্ব দিচ্ছেন ক্রিস ব্রড পুত্র। তিনি জানান, ‘প্রথম ইনিংসটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে ভালো করা গেলে টেস্ট জেতাটা সহজ হয়ে যায়। তাই আমরা প্রথম ইনিংসে বেশি গুরুত্বারোপ করছি।’

ইংল্যান্ড দল প্রস্তুত হয়েই মাঠে নামবেন উল্লেখ করে ব্রড বলেন, ‘প্রস্তুতি ম্যাচগুলো আমরা কাজে লাগাতে চাই। এখানে ভুলক্রুটি শুধরাতে চাই। তারপর পুরোপুরি প্রস্তুত হয়েই টেস্ট সিরিজ শুরু করবো।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here