স্পোর্টস ডেস্ক: কিছু দিন আগেই বাংলাদেশের স্পিনাদের কাছে নাজেহাল হয়ে টেস্ট হেরে ভারত সফরে গেছে ইংল্যান্ড ক্রিকেট দল। যেখানে বাংলাদেশে দু’টি টেস্ট খেলে ইংল্যান্ডের একজন ব্যাটসম্যানও সেঞ্চুরি করতে পারেন, সেখানে ভারতে প্রথম টেস্টেই ইংল্যান্ডের তিন জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন।
এমন হওয়ার স্বভাবতই ভারতীয় বোলারদের মান নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ প্রশ্ন তুলছেন তাদের স্পিনানার সামর্থ্য নিয়ে। এমন পরিস্থিতিতে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বাংলাদেশকেই খাটো করলেন।
সৌরভ বলেন, বাংলাদেশ স্পিন উইকেটে খেলেছে। এমন উইকেটে খেললে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১০০ রানও করতে পারবে না।
রাজকোট টেস্টে ইংল্যান্ড দল টসে জিতে প্রথমে ব্যাট করে ৫৩৭ রানের পাহাড় গড়ে। জো রুট, মইন আলির পর বেন স্টোকস সেঞ্চুরি তুলে নেন। অথচ বাংলাদেশের বিপক্ষে চট্রগ্রাম ও ঢাকা টেস্টে রান তুলতে রীতিমত ঘাম ঝরাতে হয়েছে ইংলিশদের।
বাংলাদেশে উইকেটের চরিত্র বিবেচনায় রাজকোটে অপেক্ষাকৃত সহজ ব্যাটিং উইকেট পেয়েছে ইংলিশরা। তার উপর টস ভাগ্যে জয়ী হওয়ার বাড়তি সুবিধা তো আছেই।
সব মিলিয়ে টেস্টের মাত্র দ্বিতীয় দিনেই ভারতীয়দের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করিয়েছে কুক বাহিনী। এদিকে ভারতীয় স্পিনাররা তাদের নিজেদের কন্ডিশনে ব্যর্থ হওয়ায় তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠেছে।
স্পিন বান্ধব উইকেট না পেলে কি ঘাতক হয়ে উঠতে পারেননা অশ্বিন-জাদেজারা? এমন প্রশ্নের জবাবে সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বাংলাদেশ ও ভারতের উইকেটের তুলনা করে বলেন, ‘বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের উইকেট ব্যাটসম্যানদের জন্য মরনফাঁদ ছিল। ওই উইকেটে প্রথম দিন থেকেই বল স্কয়ার টার্ন করেছেে এবং সেটা আদর্শ টেস্ট ম্যাচ উইকেট ছিল না। এমন উইকেটে ভারত যদি বাংলাদেশের বিপক্ষে খেলত, বাংলাদেশ ১০০ রানের বেশি করতে পারতো না।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০