বাংলাদেশ-ভারত ‘এ’ দলের ম্যাচ সিলেটে

0
81

স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ সফরে আসছে ভারত ‘এ’ দল। স্বাগতিক বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে চার দিনের আন-অফিসিয়াল টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। আগামি ২৫ নভেম্বর ঢাকায় আসবে ভারত ‘এ’ দল।

চার দিনের ম্যাচের ভেন্যু কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ২৯ নভেম্বর প্রথম চার দিনের ম্যাচটি কক্সবাজারে হবে। ৫ ডিসেম্বর থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় চার দিনের ম্যাচটি।

ভারত ‘এ’ দল ঢাকায় আসার পরে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ডিসেম্বরের শুরুতেই ঢাকায় আসবে ভারত জাতীয় দল। আগামি ২৫ নভেম্বর ঢাকায় আসবে ভারত ‘এ’ দল। বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলতেই ঢাকায় আসবেন ভারতের ক্রিকেটাররা। বাংলাদেশ ‘এ’ দল বিসিবি একাদশের মোড়কে বর্তমানে ভারত সফরেই আছে। তামিলনাড়ু একাদশের বিপক্ষে খুব একটা সুবিধা জনক অবস্থানে নেই। প্রথম দুই ওয়ানডেই হেরেছে বিসিবি একাদশ।

ভারত ‘এ’ দল বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট খেলবে। ঢাকায় তিন ওয়ানডে হবে। কক্সবাজারে হবে প্রথম আন-অফিসিয়াল টেস্ট। এরপর সিলেটে হবে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্ট।

আগামি ২৯ নভেম্বর কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরেরটি ঢাকায় হবে।

ভারত ‘এ’ দলের সফর নিশ্চিত করে বিসিবির সিইও নিজাম উদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘ভারতের এ দল বাংলাদেশ সফর করবে। ভারতের জন্য যে চাহিদা, অন্য আন্তর্জাতিক দলের বেলাতেও তা থাকে। আমরা সেরকম পরিকল্পনা করেই এসব বাস্তবায়ন করি। সেভাবে আমাদের কাজগুলো চলছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here