স্পোর্টস ডেস্ক:: চেন্নাইয়ে বৃহস্পতিবার থেকে শুরু হবে বাংলাদেশ ও ভারতের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচ। দুই দলও প্রস্তুুতি মাঠের লড়াইয়ে নামতে। বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, মাঠের বাইরে সমর্থকদের তর্কযুদ্ধ।
এবার সেই যুদ্ধে পানি ঢেলে দিতে যেনো প্রস্তুুতি চেন্নাইয়ের আকাশ। চীপকে প্রথম টেস্টের প্রথম দিন ও দ্বিতীয় দিন বৃষ্টির সম্ভাবনা আছেন। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও অনুভূত হবে ৩৯ থেকে ৪১ ডিগ্রির মতো। বাতাসের গতিবেগ থাকবে ৬ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে দমকা হাওয়ার বেগ সর্বোচ্চ ২৮ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।
আবহাওয়ার পূর্বাবাস বলছে, সকাল থেকে চেন্নাইর ৬০ শতাংশ আকাশ মেঘে ঢাকা থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪১ শতাংশ। বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৮ শতাংশ। এদিন প্রায় ১ ঘণ্টা বৃষ্টি হতে পারে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০