স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের ভারত সফর নিয়ে বিপাকে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। টি-২০ ম্যাচের ভেন্যুতে হামলার হুমকির পর এবার টেস্ট ম্যাচের ভেন্যুতেও হামলার হুমকি দিয়েছে দেশটির একটি ধর্মীয় সংগঠন।
এ মাসেই ভারত সফরে যাবে বাংলাদেশ। দুই টেস্ট ও তিন টি-২০ খেলবে দুই দল। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে অনুষ্টিত হওয়ার কথা। কিন্তুু সেই ম্যাচে হামলার হুমকি দিয়েছে অখিল ভাত হিন্দু মহাসভা নামের একটি ধর্মীয় সংগঠন।
তাদের দাবি- শেখ হাসিনার সরকারের বিদায়ের পর বাংলাদেশের হিন্দুুদের উপর হামলা হয়েছে। এ প্রতিবাদে ভারতে বাংলাদেশকে খেলতে দেওয়া হবে না। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৭ সেপ্টেম্বর।
বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ–ভারতের এ দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে ধর্মীয় সংগঠনটি। যদিও বাংলাদেশে হিন্দুু সম্প্রদায়ের উপর হামলার তেমন কোনো ঘটনা ঘটেনি। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা স্থানীয় ভাবে স্থানীয় হিন্দুু রাজনৈতিক ব্যক্তিদের বাসা-বাড়িতে হয়েছে।
টেস্ট সিরিজ শুরুর আগে দুই দল টি-২০ সিরিজ খেলবে। এর আগে গোয়ালিয়রে ৬ অক্টোবরের প্রথম টি-২০ ম্যাচটি বাতিল না করলে পিচ কুপিয়ে নষ্ট করার হুমকি দিয়েছিলেন হিন্দু মহাসভার ভাইস প্রেসিডেন্ট জাভিয়ের ভরদ্বাজ।
ভরদ্বাজ সংবাদ সংস্থা পিটিআইকে বলেছিলেন, ‘বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে…মন্দির ভাঙা হয়েছে। এ কারণে হিন্দু মহাসভা সিদ্ধান্ত নিয়েছে, গোয়ালিয়রে ভারত–বাংলাদেশ ম্যাচে প্রতিবাদ জানানো হবে।’
স্থানীয় স্থানীয় গোয়েন্দা সংস্থা নতুন হুমকির বিষয়টি বিসিসিআইকে জানানোর পর নড়েচড়ে বসেছে বোর্ড। দেশটির গণমাধ্যম মাইখেলের সূত্র জানিয়েছে, বিসিসিআই এ নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথের সঙ্গে কথা বলছে। এমনকি হুমকি অব্যাহত থাকলে কানপুরের ভেন্যু বাতিল করে ম্যাচটি ইন্দোরে সরিয়ে নেওয়ার কথা ভাবছে বিসিসিআই।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০