নিজস্ব প্রতিবেদকঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় লেগে মাঠে নেমেছে বাংলাদেশ। আজ বসুন্ধরা কিংসের মাঠে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোলে। ম্যাচের ১১ মিনিটেই রাকিব হোসেনের গোলে মালদ্বীপের বিপক্ষে এগিয়ে যায় বাংলাদেশ।
রাকিবকে বাঁ প্রান্ত থেকে দুর্দান্ত এক ক্রসই দিয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। দ্রুত গতির দৌড়ে তিনি তাঁর থেকে এগিয়ে থাকা মালদ্বীপের এক ডিফেন্ডারকে পেছনে ফেলে রাকিবকে ক্রসটি দিয়েছিলেন। বক্সের মধ্যে মালদ্বীপের আরও দুজন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে সেই বলে পা ছুঁইয়ে জালে পাঠান রাকিব।
অবশ্য এই গোলের লিড ধরে রাখতে পারে নি বাংলাদেশ। রক্ষণের ভুলে গোল হজম করেছে হাবিয়ের কাবরেরার দল। ৩৬ মিনিটে ডান প্রান্ত থেকে হাজমার কর্ণার ফাহিম হেডে ক্লিয়ার করতে পারেননি। বল আইসাম ইব্রাহিমের মাথায় পড়লে ঠান্ডা মাথায় বল জালে পাঠান। কিংস অ্যারেনার গ্যালারী নিস্তব্ধ হয়ে পড়ে।
গোল হজমের পরও বাংলাদেশ দমে যায়নি। প্রথমার্ধের বাকি সময় গোল করার সর্বাত্মক চেষ্টা করেছে। যদিও ফিনিশিং ব্যর্থতায় গোল সংখ্যা আর বাড়েনি।
বাংলাদেশের একাদশ: মিতুল মারমা (গোলরক্ষক), বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, শাকিল হোসেন, মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা (জুনিয়র), তারিক কাজী, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post