স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের দুটিতেই হারল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারের পর মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষেও ৬ উইকেটে হেরেছে লঙ্কানরা। গোয়াহাটিতে বৃষ্টি আইনে বড় জয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি নিয়ে রাখল আফগানরা।
আগামী ৭ অক্টোবর ধর্মশালায় বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আফগানিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে মঙ্গলবার রান তাড়ায় নেমে ব্যাটিং তাণ্ডব চালান রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। ৯ ছক্কা ও ৮ চারে ৯৩ বলে ১১৯ রান করেন গুরবাজ। রহমত ৯৩ রান করে উঠে যান।
৮২ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৯৩ রান করেন রহমত। ইনিংসের শেষদিকে নাজিবুল্লাহ জাদরান ও আজমতুল্লাহ ওমরজাই ম্যাচ শেষ করে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন। লঙ্কানদের হয়ে লাহিরু কুমারা ও কাসুন রাজিথা একটি করে উইকেট শিকার করেন। উইকেট পেলেও ৬ ওভারে ৫৮ রান খরচ করেন কুমারা।
এর আগে শ্রীলঙ্কার হয়ে কুশাল মেন্ডিস ছাড়া আর কেউ সুবিধা করতে পারেনি। তাদের করা ২৯৪ রানের মধ্যে মেন্ডিস একাই করেন ৮৭ বলে ১৫৭* রান। ৯ ছক্কা ও ১৯ চারে এই ইনিংস সাজান তিনি। লঙ্কানরা ৪৬.২ ওভারে অলআউট হবার ইনিংসে সাদিরা সামারাবিক্রমা ৩৯ রান ও পাথুম নিশানকা ৩০ রান করেন। আফগানদের হয়ে ৪টি উইকেট পান মোহাম্মদ নবী।
শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের প্রথম ইনিংস শেষে গোয়াহাটিতে হানা দেয় বৃষ্টি। এরপর বৃষ্টি আইনে আফগানদের লক্ষ্য দাঁড়ায় ২৫৭ রানে। সেই রান তাড়ায় নায়ক গুরবাজ। এদিকে এর আগে আফগানদের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে সেই ম্যাচের টসই করা যায় নি। গোয়াহাটি থেকে তাদের গন্তব্য এখন ধর্মশালা। অন্যদিকে শ্রীলঙ্কা যাবে দিল্লিতে। ৭ তারিখ তাদের প্রথম ম্যাচ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post