স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরে বুধবার মাঠে নামছে বাংলাদেশ। লাহোরে আগামীকাল পাকিস্তানের বিপক্ষে লড়বে সাকিব আল হাসানের দল। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের বাংলাদেশ স্কোয়াডে যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস। এদিকে বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ১টি পরিবর্তন এনেছে পাকিস্তান। স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজকে বসিয়ে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফকে একাদশে নিয়েছে তারা। চলতি এশিয়া কাপের আগে মাত্র এক ম্যাচ খেলেছেন তিনি। গত আগস্টে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন ফাহিম। ২০২২ সালে কোনো ওয়ানডে খেলেন নি জাতীয় দলের হয়ে।
এদিকে নিজেদের খেলা সবশেষ ম্যাচে (ভারতের বিপক্ষে) ব্যাটিং করার সুযোগ পায়নি পাকিস্তান। তাই ব্যাটিংয়ে কোনো পরিবর্তন আনেনি তারা। আগের ম্যাচের যারা ছিলেন তাদের ওপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ওপেনিংয়ে ফখর জামানের সাথে ইমাম উল হক থাকবেন। তিনে অধিনায়ক বাবর আজম। এরপর রিজওয়ান-ইফতিখার-সালমান আলীরা।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, ফাহিম আশরাফ, শাদাব খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হ্যারিস রউফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post