বাংলাদেশ ম্যাচে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন- আকাশ

0
148

স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের কাছে আরও স্মরণীয় হয়ে উঠলো এবারের ওয়ানডে বিশ্বকাপ অভিযাত্রা। সাত ম্যাচের চারটিতেই জয়। হারিয়েছে তিন বিশ্ব চ্যাম্পিয়নসহ সবশেষ নেদারল্যান্ডসকে। যদিও তাদের শুরুটা ভালো হয় নি। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বড় হার দেখে হাশমাতউল্লাহ শহিদীর দল। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয় নি মোহাম্মদ নবি-রশিদ খানরা।

বিশ্বকাপের শুরু থেকেই সেমিফাইনালে খেলার হুঙ্কার দিয়ে আসছিল আফগানিস্তান। সেটা তারা মাঠের খেলাতেই প্রমাণ করছে। ৮ পয়েন্ট নিয়ে আফগানদের অবস্থান এখন তালিকার পাঁচ নম্বরে। অর্থাৎ সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ আছে আফগানদের সামনে। দারুণ ছন্দে থাকা রশিদ-নবিদের বাংলাদেশ ম্যাচের হারকে তাই এবারের বিশ্বকাপের সত্যিকারের অঘটন বলছেন আকাশ চোপড়া।

পয়েন্ট তালিকার পাঁচে থাকা আফগানিস্তানের এখনো দুটি ম্যাচ বাকি। দলটির শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। দুটিতেই জিতলে সেমিফাইনালে উঠে যাবে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের সাবেক ক্রিকেটার আকাশ লিখেছেন, ‘বাংলাদেশের কাছে আফগানিস্তানের হার এই বিশ্বকাপের সত্যিকারের অঘটন, যেটা বিশ্বকাপে বাংলাদেশের একমাত্র জয়। যদি আফগানিস্তান জয় দিয়ে বিশ্বকাপ শুরু করত, তারা আজই (গতকাল) সেরা চারে চলে যেত।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here