স্পোর্টস ডেস্কঃ আঙুলের চোটে ফের ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটে কয়েক ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে এই ব্যাটারকে। রান নিতে গিয়ে নাজমুল হোসেন শান্তর থ্রো সরাসরি লাগে উইলিয়ামসনের বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে। স্ক্যানে ওই আঙুলে চিড় ধরা পড়েছে তাঁর, ফলে আবার ছিটকে গেছেন তিনি।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের আঙুলে চিড় ধরা পড়ার খবর জানিয়েছে। মাঠে ফিরতে তার কত দিন লাগবে, তা নির্দিষ্ট করে বলেনি তারা। বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে প্রথম পর্বের শেষ দিকের ম্যাচগুলোতে উইলিয়ামসনের ফেরার আশা করছে তারা। অধিনায়কের ‘কাভার’ হিসেবে টম ব্লান্ডেলকে তারা দেশ থেকে উড়িয়ে আনছে। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করা হবে না।
চলতি বছরের মার্চে আইপিএল খেলতে গিয়ে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন ৩৩ বছর বয়সী উইলিয়ামসন। কঠিন অধ্যাবসায় আর পরিশ্রম করে সেটা থেকে সেরে উঠে বিশ্বকাপ দলে জায়গা করে নেন। বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেন। কিন্তু সতর্কতা হিসেবে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলেননি। শুক্রবার বাংলাদেশের বিপক্ষের ম্যাচ দিয়ে ফেরেন তিনি। ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জেতান ৮ উইকেটে বড় ব্যবধানে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post