স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হবে না হার্দিক পান্ডিয়ার। এর আগে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে পাওয়া গোঁড়ালির চোটের কারণে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলতে তিনি। চোট থেকে পুরোপুরি সেরে উঠতে না পারায় ভারত দল তাদের আগামী দুই ম্যাচেও পাওয়া যাচ্ছে না এই অলরাউন্ডারকে। এমন তথ্যই জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো।
পুনেতে গত ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পান পান্ডিয়া। ব্যথার তীব্রতায় মাঠ ছেড়ে যেতে হয় তাকে। ওই চোটের কারণে পুনে থেকে দলের সঙ্গে ধর্মশালায় যাননি পান্ডিয়া। বরং ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (ব্যাঙ্গালোর) গিয়ে শুরু করেন পুনর্বাসন প্রক্রিয়া। তখন বিসিসিআই জানায়, ইংল্যান্ড ম্যাচের আগে সরাসরি লখনৌতে তিনি দলের সঙ্গে যোগ দেবেন। তবে সেটি হয় নি।
জানা গেছে চোট থেকে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন পান্ডিয়া। তার বোলিং-ব্যাটিং দুটোই পেতে চায় ভারত। তাই পুরোপুরি সুস্থ পান্ডিয়াকেই মাঠে পাওয়ার লক্ষ্য তাদের। তার বদলি হিসেবে গত দুই ম্যাচের একাদশে ভারতসূর্যকুমার যাদবকে নেয়। আর শার্দুল ঠাকুরের জায়গায় ফিরেছিলেন মোহাম্মদ শামি। সূর্যকুমার ২ রানে আউট হলেও ৫ উইকেট নিয়েছিলেন শামি। অবশ্য পরের ম্যাচে সূর্যকুমার দলের ব্যাটিং বিপর্যয়ের পর ৪৯ রানের কার্যকরী ইনিংস খেলেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post