স্পোর্টস ডেস্কঃ চোট সারিয়ে বিশ্বকাপে ফেরা হলো না হার্দিক পান্ডিয়ার। বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন ভারতের অলরাউন্ডার। বিশ্বকাপে ভারতের হয়ে চার ম্যাচ খেলেছেন পান্ডিয়া। চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে চোট পেয়েছিলেন অ্যাঙ্কেলে।
গত ১৯ অক্টোবর বাংলাদেশ ম্যাচে পাওয়া চোটের কারণে বিশ্বকাপের বাকি অংশ থেকে ছিটকে গেছেন পান্ডিয়া। তার বদলি হিসেবে ডাকা হয়েছে পেসার প্রসিধ কৃষ্ণাকে। আইসিসির টেকনিক্যাল কমিটি অনুমতি দেয়ার পর বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
গোড়ালিতে চোট পেয়েছিলেন পান্ডিয়া। খেলতে পারেননি নিউজিল্যান্ডের বিপক্ষে। তবে তার ফেরার কথা ছিল ইংল্যান্ডের বিপক্ষে ২৯ অক্টোবরের ম্যাচে। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় খেলতে পারেননি সে ম্যাচেও। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের সবশেষ ম্যাচেও বিশ্রামে ছিলেন তিনি। ব্যাঙ্গালোরে ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে দীর্ঘ বিশ্রাম ও চিকিৎসার পরও ব্যথা মুক্ত না হওয়ায় এবার আসর থেকেই ছিটকে গেছেন এ পেস বোলিং অলরাউন্ডার।
দলে সুযোগ পাওয়া প্রসিধ পান্ডিয়ার মতো ততটা অভিজ্ঞ নন। খেলেছেন মাত্র ১৭ ওয়ানডে। ১৭ ওয়ানডেতে প্রসিধের উইকেট ২৯টি। বিশ্বকাপের আগে হওয়া অস্ট্রেলিয়া সিরিজে খেলেছেন তিনি। এরপর বিশ্বকাপ চলাকালীন সময়ে শুরু হওয়া সৈয়দ মুশতাক আলী ট্রফিতে রাজ্য দল কর্নাটাকার হয়ে খেলেছেন এই পেসার। ৫ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post