স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে হারা ম্যাচে দুঃসংবাদ শুনল ভারত। শুক্রবার কলম্বোয় বাংলাদেশের করা ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬ রানে হেরেছে আগেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা রোহিত শর্মার দল। সুপার ফোর পর্বের শেষ ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পান অক্ষর পাটেল। মাঠে ‘প্রাথমিক চিকিৎসা’ নিয়ে খেলা চালিয়ে যান তিনি। তবে দলকে জেতাতে পারেন নি।
এদিকে একদিন পরই (১৭ সেপ্টেম্বর) মাঠে গড়াবে এশিয়া কাপের ফাইনাল। শ্রীলঙ্কার বিপক্ষে তাই অনিশ্চিত অক্ষরের খেলা। তড়িগড়ি করে শনিবার সকালে তাঁর বদলি হিসেবে ওয়াশিংটন সুন্দরকে কলম্বোয় উড়িয়ে নিয়েছে বিসিসিআই। জানা গেছে ফাইনালে এই অফস্পিনিং অলরাউন্ডারকে খেলাতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
অক্ষর বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ৪২ রান করেছিলেন। এছাড়া বল হাতেও ১ উইকেট নিয়েছিলেন তিনি। এদিকে ভারতের ১৫ সদস্যের ওয়ানডে বিশ্বকাপের স্কোয়াডে সুন্দরকে রাখা হয়নি। তবে চীনে ২০২৩ এশিয়ান গেমসের ভারতীয় স্কোয়াডের সদস্য তিনি। তাই ফাইনালের পরেই ফের সুন্দর যোগ দেবেন এশিয়ান গেমসের শিবিরে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০