স্পোর্টস ডেস্কঃ সোমবার পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের কাছে হারের জন্য আফসোস করছেন আফগানিস্তানের তারকা মোহাম্মাদ নবি। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানদের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল আফগানরা। অভিজ্ঞ আফগান অলরাউন্ডার নবির মনে হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে হারা উচিত হয়নি তাদের।
পাকিস্তানকে গতকাল ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে নবি বলেন, ‘আমাদের বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি হেরে যাওয়া উচিত হয়নি।’ দুই ম্যাচ জিতে এখন সেমিফাইনালের আশা করছেন আফগান এই তারকা। তিনি বলেন, ‘টুর্নামেন্টের অর্ধেক পার করে ফেলেছি আমরা। টেবিলে এখন চার পয়েন্ট আমাদের। এখনো সেমিফাইনাল সম্ভব। আগামী ম্যাচে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে কঠিনভাবে লড়বো। আমরা চেন্নাইতে যেমন সমর্থন পেয়েছি, আশাকরি পুনেতেও পাব।’
কদিন আগেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে দেয় আফগানিস্তান। ২৮৫ রানের লক্ষ্য দিয়ে ইংলিশদের ২১৫ রানে বেঁধে ফেলেছিল তারা। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ ম্যাচে দুই জয় আফগানদের। সবশেষ পাকিস্তানের মত শক্তিশালী দলকে হারিয়ে উচ্ছ্বসিত নবি। তিনি বলেন, ‘পুরো আফগানিস্তানের জন্য (পাকিস্তানের বিপক্ষে জয়) বড় মুহূর্ত। আমরা পাকিস্তানের বিরুদ্ধে আটটি ম্যাচ খেলেছি। এর মধ্যে একমাত্র জয়টি বড় ইভেন্টে। এটি একটি সুন্দর মুহূর্ত। আমরা ইংল্যান্ডকে হারিয়েছি, এখন পাকিস্তানকে। দল এখন আত্মবিশ্বাসী।’
Discussion about this post