স্পোর্টস ডেস্কঃ হার দিয়ে বিশ্বকাপ শুরু করা আফগানিস্তান আজ নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছে। দিল্লিতে বুধবার স্বাগতিক ভারতের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনে নি আফগানরা। অর্থাৎ প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নেমেছিল তারা, আজও একই মুখ থাকছেন।
ভারতের বিপক্ষে টস জিতেছেন আফগানিস্তানের অধিনায়ক হাশমাতউল্লাহ শহিদী। টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এদিকে আফগানদের একাদশে কোনো পরিবর্তন না হলেও অস্ট্রেলিয়া ম্যাচে খেলা ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনকে আজ বসিয়ে রাখা হয়েছে। তাঁর জায়গায় ভারত একাদশে ডাক পড়েছে শার্দুল ঠাকুরের।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহিদী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, নবীন-উল হক ও ফজলহক ফারুকী।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০