স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। কিন্তু পরের ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে বড় হার দেখেছে টাইগাররা। বিশ্বকাপে আগামী শুক্রবার চেন্নাইতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচের আগে কিউইদের জোড়া সুসংবাদ- অধিনায়ক কেন উইলিয়ামসন ও পেসার টিম সাউদি সুস্থ হয়ে উঠেছেন।
সবশেষ আইপিএলের খেলার সময় উইলিয়ামসন চোট পেয়েছিলেন লিগামেন্টে। আর গত মাসে ইংল্যান্ড সফরে বৃদ্ধাঙ্গুলিতে চোট লেগেছিল সাউদির। উইলিয়ামসনের মতো তিনিও বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে একাদশের বাইরে ছিলেন। বুধবার দুই তারকার ব্যাপারে সুখবর দিয়েছেন নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। উভয়েই চোট কাটিয়ে মাঠে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত।
স্টেড বলেন, ‘সে (উইলিয়ামসন) খুব ভালো উন্নতি করছে। গত ৫-৬ দিন দারুণ গিয়েছে, ফিল্ডিংয়ে কাজ করেছে। এই মুহূর্তে কেনের ব্যাপারে এটিই দেখার। বিষয়টা এমন নয় যে, তার চোট কেমন। এখন তার উইকেটে দৌড়ানো, ৫০ ওভার ম্যাচে টানা ফিল্ডিং করার বিষয়গুলো দেখা হচ্ছে। তার বর্তমান অবস্থায় আমরা আনন্দিত।’
নিউজিল্যান্ডের কোচ আরও বলেন, ‘আমাদের আরও দুটি অনুশীলন সেশন রয়েছে। এই মুহূর্তে কেনের জন্য সবকিছু দারুণ অবস্থায় দেখা যাচ্ছে। আমরা এখনও সতর্কতা অবলম্বন করব। তবে সে যেভাবে এসেছে, আমরা খুবই খুশি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post