স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে শুক্রবার সকালে সুপার এইটের মিশন শুরু করছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি অ্যান্টিগায় শুরু হবে সকাল সাড়ে ৬টায়। এই ম্যাচ দিয়ে অস্ট্রেলিয়া দলও সুপার এইটে প্রথমবার মাঠে নামবে।
ম্যাচটিতে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে নিয়ে সতর্ক অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। বাংলাদেশকে শক্তিশালী দল মানছেন তিনি। জানিয়েছেন, টাইগারদের প্রতি তার অনেক সম্মান আছে। এই দলে তরুণ ও অভিজ্ঞ দুইয়ে মিলেই দারুণ কিছু খেলোয়াড় আছে। তবে সব মেনেই চ্যালেঞ্জ নিতেও মুখিয়ে আছেন মার্শ।
মাঠে নামার আগে মিচেল মার্শের ভাষ্যমতে, ‘বিশ্বকাপে যেকোনো দলের জন্যই সুপার এইটে খেলতে গেলে, অবশ্যই ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা জানি এই পরিস্থিতিতে বাংলাদেশ একটি শক্তিশালী দল। তাই তাদের প্রতি আমাদের অনেক সম্মান আছে। আশা করছিআমরা আমাদের ভালো খেলাটা খেলতে পারব।’
মার্শ আরও বলেন, ‘তাদের অনেক অভিজ্ঞ আর বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। তারা একটি ভালো দল। একারণেই তারা সুপার এইটে উঠতে পেরেছে। তাই আমরা চ্যালেঞ্জ নিতে উন্মুখ আছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post