স্পোর্টস ডেস্ক: অতীতে বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক কটু কথাই হয়েছে। ক্রিকেটের মোড়লরা মাঝে মধ্যে টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ারই কথা বলেন। এবার সে্ তারাই মাতলেন বাংলাদেশের বন্দনায়।
ভারতের সাবেক ক্রিকেট বদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষণও এবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বললেন। জানালানে, সঠিক পথেই আছে বাংলাদেশের ক্রিকেট।
ফেসবুক-টুইটারে সাবেক ক্রিকেটাররাও মজেছেন টাইগারদের প্রশংসায়। বাংলাদেশের প্রশংসায় ভারতের কিংবদন্তী ক্রিকেটার ভিভিএস লক্ষণ টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশকে অভিনন্দন। ক্রিকেট পাগল দেশটির জন্য অসাধারণ এক মূহূর্ত।’
কিংবদন্তী ক্রিকেটার বলেছেন সঠিক পথেই রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। এছাড়া সিরিজ ১৯ উইকেট নেওয়ায় মেহেদী হাসান মিরাজকে শুভেচ্ছা জানিয়েছেন। টুইটারে সাবেক এই ক্রিকেটার বলেন, ‘দারুন একটি সিরিজ দেখলাম আমরা। সঠিক পথে এগোচ্ছে বাংলাদেশ ত্রিক্রকেট। মেহেদী হাসান তোমার জন্য অনেক শুভেচ্ছা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বিডিই/০০