নিজস্ব প্রতিবেদকঃ তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড দল। এর আগে দুই দলের অধিনায়কই রোববার মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন নিজেদের প্রত্যাশার কথা।
বাটলারের কাছে বাংলাদেশ সফর প্রস্তুতির বড় জায়গা। কেননা চলতি ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আছে ভারতে। বাংলাদেশের কন্ডিশনও একই হওয়ায়, বিশ্বকাপের জন্য প্রস্তুতি দেখছেন ইংলিশ দলনেতা।
এছাড়া গেল দুই বছর পর উপমহাদেশে ওয়ানডে খেলতে যাচ্ছে দলটি। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজকে নিজেদের জন্য পরীক্ষা হিসেবেও দেখছেন ডানহাতি এই ক্রিকেটার।
বাটলার বলেন, ‘বিশ্বকাপকে ঘিরে আমাদের পরিকল্পনা বাংলাদেশের কন্ডিশন, ভারতের কন্ডিশনের খুব কাছাকাছি। এখানে নিজেদের পরীক্ষা নিতে মুখিয়ে আছি। বিশ্বকাপের আগে এই ধরনের কঠিন কন্ডিশনেই খেলতে চাই। স্লো আর লো উইকেট প্রত্যাশা করছি। আমরা এটাই চাই। দল হিসেবে পরীক্ষা দিতে চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা