স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। সেপ্টেম্বরে ৩ ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে কিউইদের। এর আগে অবশ্য আরও ব্যস্ততা আছে তাসমান সাগরপাড়ের দেশটির। চলতি মাসেই আরব আমিরাতে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ইংল্যান্ডের বিপক্ষে আছে চারটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির ম্যাচ।
আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। দলে ফিরেছেন ট্রেন্ট বোল্ট। প্রায় এক বছর পর আবারও আন্তর্জাতিক ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছেন এই তারকা পেসার। দীর্ঘদিন পিঠের ইনজুরিতে ভুগছিলেন কাইল জেমিসন। ইনজুরি থেকে ফিরে ওয়ানডে দলে জায়গা হয়েছে তার। এর আগে অবশ্য আরব আমিরাতে খেলবেন তিনি টি-টোয়েন্টি সিরিজে।
এদিকে অস্ত্রোপচারের পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার কারণে ইংল্যান্ড সিরিজ থেকে বিরতি দেয়া হয়েছে অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে। এছাড়াও থাকছেন না মার্ক চ্যাপম্যান এবং জিমি নিশাম। সেপ্টেম্বরের শুরুতে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এরপর ৮ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে চার ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর বাংলাদেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আসবে তারা।
ইংল্যান্ড সিরিজে নিউজিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি ও উইল ইয়াং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post