স্পোর্টস ডেস্কঃ ইংল্যান্ডের জার্সি গায়ে ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় উইল জ্যাকস। বাংলাদেশের বিপক্ষে আগামী ১ মার্চ থেকে শুরু হওয়া ওয়ানডে সিরিজে তাঁকে নিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। শনিবার জ্যাকসকে বাংলাদেশ সফরের দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে ইসিবি। এর আগে ইংলিশদের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে খেলেছেন এই ব্যাটার। মূলত টম অ্যাবেল টাইগারদের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়ায় সুযোগ পেলেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে অভিষেকের অপেক্ষায় ছিলেন প্রথমবারের মতো ডাক পাওয়া অ্যাবেল। তবে ইনজুরিতে পরে সিরিজ থেকে ছিটকে যান তিনি। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে পুরো সিরিজ থেকে ছিটকে যান আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা এই ক্রিকেটার। তাঁর অনুপস্থিতিতে আগেভাগে ডাক পড়েছে জ্যাকসের।
টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে ছিলেন জ্যাকস। প্রথম টেস্টের মতো দ্বিতীয় ম্যাচেও একাদশে জায়গা হয়নি ইংলিশ এই ক্রিকেটারের। কিউই সফর শেষ করেই বাংলাদেশে আসার কথা ছিল তার। তবে অ্যাবেলের চোটে কদিন আগেই বাংলাদেশে আসছেন তিনি। কিউইদের বিপক্ষে টেস্ট চলাকালীনই ওয়ানডে সিরিজ খেলতে আসছেন জ্যাকস।
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে এসেছেন জস বাটলাররা। ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে তারা। ১ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।
একই মাঠে পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফরা আর্চার, স্যাম কারেন, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড ও উইল জ্যাকস।
টি-টোয়েন্টি স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, মইন আলি, জফরা আর্চার, স্যাম কারেন, বেন ডাকেট, ডেভিড মালান, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ফিল সল্ট, রিস টপলি, ক্রিস ওকস, মার্ক উড ও উইল জ্যাকস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post