স্পোর্টস ডেস্কঃ দুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। আলাদা দুটি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আইরিশদের সাদা পোশাকের দলে জায়গা হয়েছে ৫ অনভিষিক্ত ক্রিকেটারের।
টেস্ট দলের নেতৃত্ব দেবেন আন্দ্রে বালবির্নি। সব ঠিক থাকলে আইরিশদের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম। এদিকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন পল র্স্টালিং। ইনজুরি কাটিয়ে টেস্ট দলে ফিরতে না পারলেও ফিটনেস টেস্টে পাস করা সাপেক্ষে টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে মার্ক এডায়ারকে।
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত একটি টেস্টই খেলেছে আয়ারল্যান্ড, ২০২৩ সালের এপ্রিলে। ৭ উইকেটে হেরেছিল তারা। প্রথমবার আইরিশদের টেস্ট দলে ডাক পেয়েছেন ক্যাড কারমাইকেল, লিয়াম ম্যাকার্থি, জর্ডান নিল এবং স্টিফেন ডোহেনি। এছাড়া লেগ স্পিনার গ্যাভিন হো এর আগেও স্কোয়াডে ডাক পেলেও এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাননি। অন্যদিকে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মার্ক অ্যাডায়ার ও জশ লিটল। চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ছিলেন না দুজন। পল স্টার্লিংয়ের দলে ফিরেছেন ব্যাটার টিম টেক্টরও।
আগামী ১১ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর ১৯ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। টেস্ট সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে যাবে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে ২৭ নভেম্বর, এরপর বাকি ম্যাচ দুটি হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
বাংলাদেশ সফরের জন্য আয়ারল্যান্ড দল:
টেস্ট: অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, ক্যাড কারমাইকেল, স্টিফেন ডোহেনি, গ্যাবিন হো, গ্রাহাম হিউম, ম্যাথু হামফ্রিজ, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, লিয়াম ম্যাকার্থি, পল স্টার্লিং, জর্ডান নিল, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়ং।
টি–টোয়েন্টি: পল স্টার্লিং, মার্ক আডায়ের, রস অ্যাডায়ার, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, ম্যাথু হামফ্রেজ, জশ লিটল, ব্যারি ম্যাকার্থি, হ্যারি টেক্টর, টিম টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়ং।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০