বাংলাদেশ সফরে আসবেন না স্টেড, নিউজিল্যান্ডের হেড কোচের দায়িত্ব পেলেন রঙ্কি

0
33

স্পোর্টস ডেস্কঃ আগামী সেপ্টেম্বরের শেষ দিকে ওয়ানডে সিরিজ খেলতে নিউজিল্যান্ড বাংলাদেশে আসছে আগামী ১৭ সেপ্টেম্বর। সিরিজের সূচি ইতোমধ্যে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড  (বিসিবি)। ম্যাচ তিনটি হবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হতে যাওয়া প্রতিটি ম্যাচ দিবারাত্রির।

আসন্ন বাংলাদেশ সফরের আগে নিজেদের সাপোর্টিং স্টাফে শক্তি বাড়াল নিউজিল্যান্ড। এছাড়া ভারত বিশ্বকাপের আগে দলটির কোচিং স্টাফে যোগ দিচ্ছেন লুক রঙ্কি, ইয়ান বেল ও সাকলাইন মুশতাক। বাংলাদেশ সফরের কোচিং স্টাফে শেন জার্গেনসেন, রঙ্কি এবং বেলকে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

কিউইদের নিয়মিত হেড কোচ গ্যারি স্টেড বাংলাদেশ সফরে থাকবেন বিশ্রামে। অর্থাৎ ওয়ানডেতে সিরিজে রঙ্কি সামলাবেন তাসমান সাগরপাড়ের দেশটির হেড কোচের দায়িত্বে। বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের টেস্ট সিরিজেও বিশ্রাম নেবেন স্টেড। তখন দায়িত্ব পালন করবেন সাকলাইন।

সেপ্টেম্বরে ওয়ানডে সিরিজ শেষে বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ও নিউজিল্যান্ড পাড়ি জমাবে ভারতে। বিশ্বকাপের পর আবারও বাংলাদেশে আসবে কিউইরা। ২১ নভেম্বর ঢাকায় পা রেখে ২৩ ও ২৪ নভেম্বর দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর ২৮ নভেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ ডিসেম্বর। এই সিরিজের ভেন্যু এখনও চূড়ান্ত করা হয় নি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here