স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান-ইংল্যান্ড সিরিজের পর বেশ কয়েক দিন ঘরের মাঠে কোন খেলা নেই বাংলাদেশ দলের। বিদেশের মাটিতে ব্যস্ত সময় কাটাবে বাংলাদেশ ক্রিকেট দল।
আগামির বছরের মাঝামাঝিতে পাকিস্তান ক্রিকেট দল আসবে বাংলাদেশ সফরে। এরপর আসবে অস্ট্রেলিয়ার।
আগামি বছরের আগস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। মূলত টেস্ট সিরিজ খেলতেই সফরে আসবে স্মিথ বাহিনী। এফটিপি অনুযায়ীই বাংলাদেশে টেস্ট সিরিজে আসবে অসীরা।
অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরের সময় শুধুই টেস্ট সিরিজ খেলবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে অস্ট্রেলিয়া সিরিজে টেস্ট সিরিজের বাইরে ওয়ানডে সিরিজ আয়োজন করতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০