স্পোর্টস ডেস্ক: কিছু দিন পরেই বাংলাদেশ সফরে আসছে ইংল্যান্ড ক্রিকেট দল। আগামি ৩০ সেপ্টেম্বর ঢাকায় পৌছার কথা রয়েছে দলটি।
নিরাপত্তা শঙ্কা কাটিয়েই বাংলাদেশে আসার সিদ্ধান্ত নিতে হয়েছে ইংলিশ ক্রিকেটারদের। ইংলিশ দলের সাথে আসবেন বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান ও ইংল্যান্ডের সহকারী টেস্ট অধিনায়ক জো রুট।
রুট বলেন, তাকে বাংলাদেশ সফরে আসার জন্য বলার জন্য অনেকবার ভাবতে হয়েছে। এমনকি পরিবারকেও অনেক বোঝাতে হয়েছে।
বাংলাদেশ সফরে আসার ঠিক দশদিন আগে এমনটাই জানালেন রুট। রুটের বলেন, ‘বাংলাদেশ সফরে রাজি হওয়াটা খুব কঠিন সিদ্ধান্ত ছিল।’
গত জুলাইয়ে গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গী হামলার নিরাপত্তার কারণে বাংলাদেশ সফরে আসতে চাচ্ছিল না ইংলিশরা।
ইংল্যান্ডের শীর্ষ দৈনিক টেলিগ্রাফকে তিনি বলেছেন, ‘আমি রেগ ডিক্যাসনের (ইসিবির প্রধান নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা) দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছি। তারপর সিদ্ধান্ত নিতে পরিবারের সঙ্গে কথা বলেছি।’
তবে ওয়ানডে সিরিজে ইংলিশদের জার্সি গায়ে মাঠে নামবেন না রুট। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাকে বিশ্রামে রাখছে ইংলিশ ম্যানেজমেন্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামবেন তিনি।
বাংলাদেশের বিপক্ষে সিরিজটি সহজ হবে না বলে মনে করছেন টেস্টের শীর্ষস্থানীয় এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘ওরা (বাংলাদেশ) খুব শক্তিশালী দল। একই সঙ্গে দলে রয়েছে অসাধারণ কিছু ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০