‘বাংলাদেশ সফরে বিপর্যয় ঘটেছে ইংল্যান্ডের’

0
13

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের কাছে টেস্ট হারাটা সত্যিই ইংল্যান্ডের বিপর্যয় ডেকে এনেছে। এতদিন বিষয়টি এড়িয়েই চলছিলেন ইংলিশ খেলোয়াড়রা। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা এতদিন জানিয়ে ছিলেন তাতে ইংল্যান্ডের তেমন কোন ক্ষতি হয়নি, স্বাভাবিক ভাবেই নিয়ে ছিলেন তারা। তবে এবার এনিয়ে কথা বললেন ইংল্যান্ডের ক্রিকেটাররা।

ইংলিশ ক্রিকেটার ভারতীয় গণমাধ্যমে জানালেন বাংলাদেশের কাছে বিপর্যয় ঘটেছে। কিন্তু তা থেকে টিম শিক্ষাও নিচ্ছে। বিরাট কোহালির ভারতের বিরুদ্ধে অন্তত প্রস্তুতিতে কোনও ফাঁক রাখা হবে না।

ইংল্যান্ড ব্যাটিংয়ের মেগা-অস্ত্র জো রুট বলেছেন, ‘‘ভারত মারাত্মক টিম সন্দেহ নেই। কিন্তু আমরাও লোকজনকে দেখাতে চাই যে, ভারত সফরে ভাল করা আমাদের পক্ষে সম্ভব।’’

এসময় তিনি বলেন,  ‘‘বাংলাদেশের কাছে ও রকম হারটা নিশ্চয়ই যন্ত্রণাদায়ক, তা আমাদের পেছনে ফেলে দিয়েছে। তবে আমরা সময় পাচ্ছি। সময় পাচ্ছি ভারত সিরিজের আগে নিজেদের ঝরঝরে করে তোলার।’

ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস— তিনিও এক রেডিও সাক্ষাৎকারে বলে দিয়েছেন যে, অতীতে এমন খারাপ অবস্থা থেকে বেশ কয়েক বার উঠে দাঁড়িয়েছে তাঁর টিম। এ বারও না হওয়ার কারণ নেই।

বেলিস বলেছেন, ‘‘অতীতে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার কাছে হেরেও আমরা ফিরে তো এসেছি। এ বারও না পারার কোনও কারণ নেই।’’

তবে কথা যত সহজে বলছে ইংল্যান্ড, মাঠে অতটা সহজ হবে না পাঁচ ম্যাচের লম্বা সিরিজ খেলা। শনিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এসে জন্টি বলে দেন, তিন টেস্টের সিরিজ হলে ইংল্যান্ড হয়তো ম্যানেজ করে দিতে পারত। কিন্তু ভারতে পাঁচ টেস্টের সিরিজ সামলানো কঠিন হয়ে যাবে কুকদের পক্ষে। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার বলে দেন, ‘‘আসলে লম্বা ভারত সফরে এলে আপনাকে যেমন শারীরিক ভাবে ফিট থাকতে হবে, তেমন মানসিক ভাবেও থাকতে হবে। কারণ ভারতের পরিবেশটা অন্য রকম। ইংল্যান্ডের কাজ তাই খুব কঠিন। কপালে দুঃখই দেখছি।’’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/আব/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here