স্পোর্টস ডেস্কঃ বিকেলে শুরু হচ্ছে উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজ। বুধবার প্রথম ম্যাচ খেলে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১০ ও ১২ জুন। তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।
পাকিস্তান-উইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু ছিল রাওয়ালপিন্ডি। তিন ম্যাচই সেখানে হওয়ার কথা ছিল। কিন্তু ভেন্যু পরিবর্তন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সিরিজের নতুন ভেন্যু করা হয়েছে মুলতানকে।
বুধবার ম্যাচের আগে ওয়ানডে স্কোয়াডে যুক্ত হয়েছেন উইন্ডিজের অলরাউন্ডার কিমো পল। এক বিবৃতিতে ক্রিকেট উইন্ডিজ এই তথ্য নিশ্চিত করেছে। প্রায় আড়াই বছর পর ক্যারিবিয়ানদের ৫০ ওভারের দলে ফিরলেন এই অলরাউন্ডার।
পাকিস্তানে সিরিজ শেষ করেই বাংলাদেশের বিপক্ষে খেলবে উইন্ডিজ। ইতোমধ্যে টাইগাররা ক্যারিবিয়ান দ্বীপে অবস্থান করছে। ১৬ জুন অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। আর ২৪ জুন থেকে শুরু হবে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলে সাদা বলের লড়াইয়ে নামবে দু’দল। ২ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ডমিনিকার উইন্ডসর পার্কে। ৩ জুলাই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে একই স্টেডিয়ামে।
৭ জুলাই সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানার জাতীয় স্টেডিয়ামে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যুও এই মাঠ। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ১০ জুলাই। ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে যথাক্রমে সিরিজের দ্বিতীয়-তৃতীয় ওয়ানডে ম্যাচ।
উইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দলঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনেওয়াজ দাহানি এবং জাহিদ মাহমুদ।
পাকিস্তানের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে দলঃ নিকোলাস পুরান (অধিনায়ক), শাই হোপ (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, শামার ব্রুকস, কেসি কার্টি, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, শেরমন লুইস, কাইল মায়ার্স, কিমো পল, অ্যান্ডারসন ফিলিপ, রোভম্যান পাওয়েল, জেডেন সিলস, রোমারিও শেফার্ড ও হেইডেন ওয়ালশ জুনিয়র।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০