স্পোর্টস ডেস্ক:: পাকিস্তান ক্রিকেট বোর্ডের শাস্তির মুখে পড়ে ছিলেন পেসার শাহীন আফ্রিদী। পাক পেসার বিশ্বকাপ এবং এরপর শৃঙ্খলা ভঙ্গ করেন। কোচিং স্টাফের সদস্যদের সাথে বাজে আচরণ করেন। ইংল্যান্ড সফরের সময় ব্যাটিং কোচ ইউসুফের সঙ্গে চরম দুর্ব্যবহার করেন শাহীন আফ্রিদী।
বিশ্বকাপে সমর্থকদের সঙ্গেও বিবাদে জড়ান। সব মিলিয়ে বড় শাস্তি অপেক্ষা করছিলো তার জন্য। তবে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে দলের সেরা পেসারকে শাস্তি দিচ্ছে না পিসিবি। কোচিং স্টাফের অনুরোধেই আপাতত রক্ষা পেয়েছেন পাক পেসার।
পাকিস্তানের সংক্ষিপ্ত ফরম্যাটের কোচ গ্যারি কার্স্টেন এবং পাকিস্তানের টেস্ট দলের কোচ জেসন গিলেস্পি এই মূহুর্তে শাহীন আফ্রিদীকে শাস্তি না দেওয়ার জন্য বলেছেন পিসিবিকে। ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দলও ঘোষণা করেছে।
পিটিআইকে পিসিবির এক সূত্র জানিয়েছে, বাংলাদেশ সিরিজে শাহীন আফ্রিদীকে দলের বাইরে রাখা নিয়ে জেসন গিলেস্পি, মোহাম্মদ ইউসুফ, গ্যারি কার্স্টেন এবং নির্বাচক আসাদ শফিকের সঙ্গে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
পিসিবি বসকে দুই কোচ জানান দলের স্বার্থের কথা মাথায় রেখে এখন তাদের ভবিষ্যতের দিকে তাকানো উচিত। ওয়ার্কলোডের কারণে বা খারাপ পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের বাদ দিতে রাজি তারা। তবে এখনই অতীতের ঘটনা টেনে এনে শাহিনকে বাদ দেওয়ার পক্ষপাতী নন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০