স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচক কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে। গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতায় বাবর আজমের নেতৃত্ব নিয়ে আলোচনা-সমালোচনা চলছে অনেক। তবে প্রথম কোপটা পড়ে নির্বাচক কমিটির ওপর। এই দুজনকে সরিয়ে দিয়ে নির্বাচক কমিটিতে পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
ওয়াহাব ও রাজ্জাককে বাদ দিয়ে পিসিবি কমিটির আদলে এনেছে পরিবর্তন। নতুন কমিটি চারজনের। আগের কমিটির দুজন- মোহাম্মদ ইউসুফ ও আব্দুল্লাহ শফিকের সঙ্গে দল নির্বাচনে ভূমিকা রাখবেন প্রধান কোচ ও অধিনায়ক। পাকিস্তান দলের সাদা বলের কোচ গ্যারি কারস্টেন আর লাল বলের কোচ জেসন গিলেস্পি। টেস্টে দলটির অধিনায়ক শান মাসুদ আর ওয়ানডে ও টি–টোয়েন্টির নেতৃত্বে আছেন বাবর আজম। পিসিবি এক বিবৃতিতে এমনটাই নিশ্চিত করেছে।
এই কমিটিকে সহায়তা করতে পারবেন সহকারী কোচ আজহার মেহমুদ, বোর্ড চেয়ারম্যানের উপদেষ্টা বিলাল আফজাল, পারফরম্যান্স বিশ্লেষণ ও দলীয় কৌশল বিভাগের ব্যবস্থাপক হাসান চিমা, হাই পারফরম্যান্স (এইচপি) দলের পরিচালক নাদিম খান ও আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা বিভাগের পরিচালক উসমান ওয়াহলা। তবে এই পাঁচজন দল নির্বাচন করার ক্ষেত্রে ভোট দিতে পাবেন না। আগামী আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজের আগে পিসিবির নতুন নির্বাচক কমিটি দল ঘোষণা করবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post