Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট বাংলাদেশ সিরিজে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রামে লিটল

বাংলাদেশ সিরিজে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে বিশ্রামে লিটল

0
87

স্পোর্টস ডেস্কঃ এবারের আইপিএলে প্রথমবারের মত খেলার সুযোগ পেয়েছিলেন আয়ারল্যান্ডের পেসার জশুয়া লিটল। তবে নিজ দেশের খেলা থাকায় গুজরাট টাইটান্স ছেড়েছেন বাঁহাতি এই পেসার। আগামী ৯ মে থেকে ইংল্যান্ডের চেমসফোর্ডে শুরু হবে আয়ারল্যান্ড-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

আয়ারল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। গুরুত্বপূর্ণ এই সিরিজ খেলতে মূলত আইপিএল ছেড়েছেন লিটল। টাইগারদের বিপক্ষে সিরিজ শেষ করে আবার আইপিএলে যোগ দিবেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে খেললেও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবেন না লিটল।

মে মাসের শেষদিকে লর্ডসে এক টেস্টের সিরিজ খেলতে যাবে আয়ারল্যান্ড। আসন্ন এই সিরিজের স্কোয়াড আজ ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বাধীন দলে নেই লিটল। বিশ্রাম দেওয়া হয়েছে তাঁকে।

আয়ারল্যান্ডের টেস্ট স্কোয়াড-

অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, টম মায়েস, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, জেমস ম্যাককুলাম, পিজে মুর, কনোর অলফার্ট, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার ও ক্রেইগ ইয়াং।

সিরিজের সূচি- আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ড- একমাত্র টেস্ট- ১-৪ জুন, লর্ডস।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here