স্পোর্টস ডেস্কঃ ভারতের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মরনে মরকেল। দক্ষিণ আফ্রিকার সাবেক এই পেসারকে নিয়োগ দেয়ার মধ্য দিয়ে ভারতের কোচিং প্যানেল পূর্ণতা পেল। প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে সহকারী কোচ অভিষেক নায়ার এবং রায়ান টেন ডেসখাটে এবং ফিল্ডিং কোচ টি. দিলিপের সঙ্গে থাকছেন মরকেলও।
মরকেলের চুক্তি শুরু হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে। মানে তাঁর প্রথম দায়িত্ব হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে। আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত-বাংলাদেশ। এদিকে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে দেওয়ার পর আরও অনেক দলের কোচিং স্টাফেও ছিলেন মরকেল। সাবেক এই ফাস্ট বোলার ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৬ টেস্ট, ১১৭ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েন্টি খেলেন। সব মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট ৫৪৪টি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০