স্পোর্টস ডেস্কঃ প্রথমবারের মতো ইংল্যান্ড জাতীয় দলে ডাক পেয়েছিলেন টম অ্যাবেল। কিন্তু বাংলাদেশ সফর দিয়ে সেই ডাক সুখ বয়ে আনেনি তার কপালে। ইনজুরিতে সফর শুরুর আগেই ছিটকে গেছেন। তার বদলি হিসেবে বাংলাদেশ সফরে ওয়ানডেতে ডাক পান উইল জ্যাকস। আর আগে থেকেই টি-টোয়েন্টি দলে ছিলেন।
নিউজিল্যান্ডে টেস্ট দলের সাথে ছিলেন জ্যাকস। সেখান থেকে ওয়ানডে সিরিজ শুরুর আগে উড়িয়ে আনা হয় বাংলাদেশে। সিরিজের প্রথম ওয়ানডের মধ্য দিয়ে অভিষেকও হয়। খেলেন দ্বিতীয় ওয়ানডেতেও। তবে সেই উইল জ্যাকসও এবার ছিটকে গেছেন সিরিজ থেকে।
ইনজুরিতে পড়েছেন এই ব্যাটিং অলরাউন্ডার। দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে চোট পান জ্যাকস। আর তাই বাংলাদেশ সফরে আর খেলা হচ্ছে না এই ডানহাতি ক্রিকেটারের। সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেছেন তিনি। ফিরে যাচ্ছেন নিজ দেশে।
এক বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে জ্যাকসের বদলি এখনও ঘোষণা করেনি ইসিবি। কেউ নতুন করে আসবেন কিনা, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত নয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা