নিজস্ব প্রতিবেদক:: রাজশাহীর বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির আয়োজনে বাংলা ক্যাট দ্বিতীয় টি-২০ ক্রিকেটে নিজেদের ম্যাচে জয় পেয়েছে মুক্তি সংসদ ও টিম ট্রাইকন প্রপার্টিজ। কিন্ট কনকেন্ট ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়েছে টিম ট্রাইকন। মুক্তি সংসদ ২৫ রানে হারিয়েছে এম এস এভেনজার্সকে।
দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে মুক্তি সংসদ ১৩৭ রান তুলে। জবাবে খেলতে নামা এভেনজার্স ১১২ রানেই অলআউট হয়ে যায়।
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির মাঠে টস হেরে ব্যাট করতে নামা মুক্তি সংসদ নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন রকি। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ইমন। ১৮ রান আসে কাননের ব্যাট থেকে। ১৬ রান করেন রমজান।
এভেনজার্সের হয়ে রায়হান ২টি করে উইকেট লাভ করেন।
১৩৮ রানের লক্ষ্যে খেলতে নামা এভেনজার্স তুহিন-শাহাদতের বোলিং তোপে পড়ে ১৮.৩ ওভারে ১১২ রানেই গুটিয়ে যায়। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৯ রান করেন কিবরিয়া। ২৬ রান করেন সিফাত। ১২ রান করে আসে রায়হান ও সুজনের ব্যাট থেকে।
মুক্তি সংসদের হয়ে তুহিন ও শাহাদত ৩টি করে উইকেট লাভ করেন।
দিনের দ্বিতীয় ম্যাচে কিন্ট কনকেন্ট ক্রিকেট একাডেমি আগে ব্যাট করে ৭ উইকেটে ১০৬ রান তুলে। দলের পক্ষৈ ইনিংস সর্বোচ্চ ৪০ রান করেন অপরাজিত থাকেন তাইবুর। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন শাহজাহান আলম।
টিম ট্রাইকনের হয়ে ফাহিম আহমদ ৪টি উইকেট লাভ করেন।
১০৭ রানের টার্গেটে খেলতে নামা ট্রাইকন ক্রিকেট একাডেমি ১৯.১ ওভারে ছয় উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৪ রান করেন জুবায়ের। দ্বিতীয় সর্বােচ্চ ৩১ রান করে অপরাজিত থাকেন ওবায়দুল। ২৫ রান করেন নাফিজ।
কনকেন্ট ক্রিকেট একাডেমির হয়ে তাইবুর ও এনামুল ২টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post