বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসান

0
45

স্পোর্টস ডেস্ক:: টি-১০ লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স অধিনায়কের দায়িত্ব দিয়েছে সাকিব আল হাসানের কাঁধে। দুবাইয়ের এই ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম আসরেও খেলে ছিলেন বাংলাদেশর এই তারকা অলরাউন্ডার। তবে মাঝে কয়েকটি আসরে তিনি খেলেননি।

এবারের আসরে বাংলাদেশীদের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স তাদের ‘আইকন’ ক্রিকেটার করে সাকিব আল হাসানকে। টাইগারদের টি-২০ অধিনায়কের কাঁধে দলের নেতৃত্ব তুলে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির, নিউজিল্যান্ডের কলিন মুনরো, উইন্ডিজের এভিন লুইসদের দলটিকে নেতৃত্ব দেবেন টাইগারদের এই তারকা ক্রিকেটার। টুর্নামেন্টটির প্রথম আসরে সাকিব খেলে ছিলেন কেরালা কিংসের হয়ে। সেবার চ্যাম্পিয়নও হয় তার দল। আবারো দেখা যাবে ক্রিকেটের ছোট্ট ফরম্যাটে তাকে।

আজ বৃহস্পতিবার দুবাইয়ে বাংলা টাইগার্স আনুষ্ঠানিক ভাবে সাকিব আল হাসানকে তাদের ‘আইকন’ ক্রিকেটার হিসেবে পরিচয় করিয়ে দেয়। সেই অনুষ্ঠানে ফ্র্যাঞ্চাইজিটির কর্মকর্তারা জানান, দলের নেতা হিসেবেও টাইগারদের টেস্ট ও টি-২০ কাপ্তানকে তারা বেছে নিয়েছেন।

দুবাইয়ে আগামি ২৩ আগস্ট শুরু হবে টুর্নামেন্টটি। শেষ হবে ৪ ডিসেম্বর। অধিনায়ক সাকিবের দলটিতে প্রধান কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার আফতাব আহমদ। সাকিবদের বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিমও আছেন মেন্টরের দায়িত্বে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here