নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয় দলের সাথে আর কাজ করবেন না জেমিস সিডন্স। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল উড়াল দিয়েছে ইংল্যান্ডের উদ্দেশ্যে। দুই ভাগে ভাগ হয়ে দল যাচ্ছে ইংল্যান্ডে। ঠিক সেই সময়ই নতুন এই সংবাদ দিলেন জাতীয় দলের ব্যাটিং পরামর্শক সিডন্স।
বাংলাদেশ জাতীয় দলের সাথে আর কাজ না করার ঘোষণা দিয়েছেন সিডন্স। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিষয়টি সিডন্স নিজেই নিশ্চিত করেছেন। কাজ না করায় দলের সাথেও ইংল্যান্ড সফরে যাচ্ছেন না তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুই পক্ষেরই সায় আছে এতে।
বাংলাদেশ দলের সাথে সিডন্স না গেলেও দলকে শুভ কামনা জানাতে ভুল করেননি। সবশেষ সিলেটে হয়ে যাওয়া তিন দিনের অনুশীলন ক্যাম্পই তামিম ইকবাল, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়দের সাথে সিডন্সের শেষ আনুষ্ঠানিক কাজ।
জাতীয় দলের সাথে কাজ না করলেও, বিসিবির সাথেই থাকছেন সিডন্স। বিসিবির অন্য দলের সাথে কাজ করবেন তিনি। আর সেটা বাংলাদেশ টাইগার্স ও বাংলাদেশ ‘এ’ দল। সেখানে তরুণ ক্রিকেটারদের কাজ করতে চান। তাদের আগামীর তারকা হওয়ার পথ মসৃণ করতে চান। বিশেষ করে জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের পাবেন সেখানে।
এই প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় সিডন্স বলেন, ‘জাতীয় দলের সাথে আমি আর কাজ করব না, আমার মনে হয় বিসিবিকে আমি সেরাটা দিতে পারি পরবর্তী প্রজন্মের সঙ্গে কাজ করে এটা নিশ্চিত করতে চাই জাতীয় দলের আশেপাশে থাকা ক্রিকেটারদের দেখভাল ভালোভাবে করা এবং দেশের জন্য পরবর্তী সুযোগটা কাজে লাগানোর জন্য তাদের প্রতিটি দিনে উন্নতি করা নিশ্চিত করা যায়! আমি তরুণ ক্রিকেটারদের স্কিল নিয়ে কোচিং করাতে ভালোবাসি এবং বিসিবিও এটা চায়, এজন্যই এটা সম্ভব করতে পেরেছি।’
‘জাতীয় দলে কাজ করলে খ্যাতি বেশি এবং সেটি আমি পছন্দও করি, কিন্তু বেশিরভাগ দক্ষতা অর্জন, উন্নতি করা এবং অনুশীলন হয় নেটে এবং মিরপুরের নেটে প্রচণ্ড গরমে ঘাম ঝরিয়ে। ‘এ’ দল ও টাইগার্সের হয়ে ভবিষ্যতের ক্রিকেটারদের নিয়ে কাজ করতে মুখিয়ে আছি।’ যোগ করেন সিডন্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post